রাজনীতির সপক্ষে থাকায় পাচ্ছেন হত্যার হুমকি, দাবি ৬ বুয়েট শিক্ষার্থীর

হত্যার হুমকি পাচ্ছেন দাবি করে ছাত্রলীগমনস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৬ জন শিক্ষার্থী জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন। 

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তারা। 

জীবনের নিরাপত্তা চাওয়া ছয়জন শিক্ষার্থী হলেন- ক্যামিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আশিক আলম, সাগর বিশ্বাস, অরিত্র ঘোষ এবং ২১ ব্যাচের অর্ঘ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তানভীর স্বপ্নীল ও বিষ্ণুদত্ত চাঁদ।

সংবাদ সম্মেলনে কথা বলেন কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুল আলম, সাগর বিশ্বাস ও তানভীর রহমান স্বপ্নীল। 

আশিকুল আলম বলেন, ‘হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন আর উপাচার্যও যেহেতু বলেছেন যে, হাইকোর্টের রায় শিরোধার্য। তাই যদি উপাচার্যের অনুমতি থাকে আমরা বুয়েটে প্রগতিশীল রাজনীতি চাই।’

তিনি বলেন, ‘আমাদের জীবন নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা আজকে উপাচার্যের কাছে সবকিছুর প্রমাণ নিয়ে লিখিত আবেদন করেছি। আমরা ছাড়া আরও যারা এমন ভুক্তভোগী তাদের নিরাপত্তায় তাদের নামও আমরা লিখিত আবেদনে উল্লেখ করেছি, যেন এটি বন্ধ করা হয়।’

এই শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের জীবন নিয়ে সন্ধিহান। যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হুমকি এবং বুলিং করা হচ্ছে, আমরা নিতে পারছি না। আমাদের মারার মতো হুমকি দেওয়া হচ্ছে। প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবেও হুমকি দেওয়া হচ্ছে। এসব কিছুই করা হচ্ছে কারণ আমরা হিজবুত তাহরীর এবং শিবিরের রাজনীতির বিরুদ্ধে কথা বলছি।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //