বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে ডাকা আন্দোলন আপাতত স্থগিত করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আজকের মতো আন্দোলন স্থগিত করে করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, বেলা সকাল ১১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে নতুন দাবি জানায় তারা। তবে তাদের দাবিতে আদায়ে অনড় থাকবেন তারা ।

শিক্ষার্থীরা বলেন, আমাদের কোনো নতুন দাবি নেই। এই দাবিগুলোর সঙ্গে আন্দোলনে উপস্থিত সবার গণস্বাক্ষর নিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। দেখি আমাদের স্যার পরবর্তীতে কথা বলতে চান কিনা, কোনো আপডেট দিতে চান কিনা।

আবেদনপত্র জমা দিয়ে এসেছি এবং এখনো পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আমরা দাবির বাস্তবায়ন চাই এবং দাবির বাস্তবায়ন না হলে ফের আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা বলেন, রোববার সকাল সাতটায় শহীদ মিনারের সামনে আমরা জড়ো হবো। আজ (শনিবার) দুপুর ২টা পর্যন্ত আলটিমেটাম ছিল তবে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //