বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হলো রাবিপ্রবি প্রশাসন

বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো, হলের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্র হল প্রশাসন।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ছাত্র হলের সহকারী প্রভোস্ট আহমেদ ইমতিয়াজ (সহকারী অধ্যাপক সিএসই বিভাগ ) ও সৌরভ দত্তের (সহকারী অধ্যাপক এফইএস বিভাগ) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এতে বলা হয়েছে, ছাত্র হলে অনুমতি ব্যতীত বহিরাগতদের অনুপ্রবেশ ও অবস্থান আইন ভঙ্গের শামিল। যদি কোনো বহিরাগত এমন পরিস্থিতির সৃষ্টি করে তাহলে তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বহিরাগতদের অনুপ্রবেশের বিষয়ে ছাত্র হলের সহকারী প্রভোস্ট আহমেদ ইমতিয়াজ (সহকারী অধ্যাপক সিএসই বিভাগ ) বলেন, ছাত্র হলের কোনো আবাসিক শিক্ষার্থীর সহায়তায় কোনো বহিরাগত যদি নিয়ম না মেনে প্রবেশ করে তাহলে তার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আমরা খুব দ্রুত ছাত্র হলের শিক্ষার্থীর সাথে আলোচনায় বসবো।

এদিকে হল প্রশাসনের এমন সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন পদক্ষেপের প্রশংসা করেন তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //