জুতা চুরি করতে এসে চোর আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে জুতা চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক৷ আজ রবিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে চুরি করতে গেলে হলের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। পরে মতিহার থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

আটক হওয়া ওই যুবকের নাম মো. জিসান (২২)। তিনি নগরীর সাধুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলের ভেতরে গিয়ে একটা রুমে প্রবেশ করলে হলের এক আবাসিক ছাত্র অপরিচিত ওই যুবককে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি হলের এক মালিককে জানালে হলের নিরাপত্তাকর্মীসহ তারা কয়েকজন মিলে তাকে আটক করেন। এসময় তার কাছে ব্যাগভর্তি জুতা পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ হবিবুর রহমান হলের প্রভোস্ট শরীফুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে চুরি করতে আসলে হল গার্ডের কাছে এক চোর ধরা পড়ে। পরে আমরা প্রক্টরকে জানালে তিনি মতিহার থানায় খবর দেন। দুপুরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনাটি জানার পর আমি মতিহার থানার ওসিকে কল দেই। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে যায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //