জবিতে ১ জুলাই থেকে অনলাইন ক্লাস বন্ধের ঘোষণা

প্রতি সপ্তাহে একদিন (মঙ্গলবার) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচদিনই সশরীরে ক্লাস চলবে।

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরিবর্তন পূর্বক আগামী ১ জুলাই ২০২৩ হতে প্রতি মঙ্গলবার সশরীরে পুনরায় ক্লাস চালু হবে। সে সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা চালু থাকবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইতি খাতুন বলেন, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিলো। অনলাইন ক্লাসে বেশিরভাগ সময় মনোযোগ ধরে রাখতে পারি না। এখন নিয়মিত সশরীরে ক্লাস হলে পড়াশোনার মানোন্নয়ন হবে। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আকাশ হাসান বলেন, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য অনলাইন ক্লাস চালু হলেও এতে শিক্ষার্থীদের ডিভাইস সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছিলো। প্রশাসনকে এমন পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। 

প্রসঙ্গত, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় গত বছরের ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সব বিভাগের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //