ববির অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সুপ্রভাত হালদার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (অতিরিক্ত) রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ  স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শিক্ষককে (সুপ্রভাত হালদার) ছকের বর্ণনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবে, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আরো বলা হয়, একই সাথে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে (ইংরেজি বিভাগ) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব হতে ০১/০৪/২০২৩ তারিখ অপরাহ্ণ থেকে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য বর্তমানে সুপ্রভাত হালদার আইন অনুষদের ডিন হিসেবেও নিয়োজিত আছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //