জাবিতে ৫ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হল ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের মধ্যে চলমান বিবাদের জেরে সাইফুল ইসলাম বাদল নামে এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় অভিযুক্ত পাঁচ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড৷

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ইমরুল হাসান অমি (আইন ও বিচার), সহসম্পাদক আহমেদ গালিব (বাংলা ৪৭), সহসম্পাদক মো. কাইয়ুম হাসান (দর্শন ৪৭), কার্যকরী সদস্য মো. আরিফুল ইসলাম (দর্শন- ৪৭), কর্মী তানভীরুল ইসলাম (প্রাণিবিদ্যা-৪৭)। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। পাশাপাশি আবাসিক হলে তাদের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে৷

এদিকে ঘটনায় জড়িত ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ইমরুল হাসান অমি ও সহ-সম্পাদক  আহমেদ গালিবের পদ স্থগিত করেছে শাখা ছাত্রলীগ৷ গতরাত ১টার দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  তাদের পদ স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক  আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাস্থল ত্যাগ করার পরে বাদলকে মারধরের ঘটনা ঘটে। বাদল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী৷

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা শেষে বের হওয়ার সময় রড ও লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা চালায় মীর মশার্ফ হলের একদল উচ্ছৃঙ্খল ছাত্রলীগ কর্মী৷ এসময় লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে বাদলের মাথার পেছনের অংশ ফেটে রক্তক্ষরণ হতে থাকে। ঘটনাস্থলে রবীন্দ্রনাথ ঠাকুর হলের নেতাকর্মীরা ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতেই লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী৷

এদিকে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র প্রদর্শন, প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৯ নম্বর হলের প্রভোস্ট অধ্যাপক শফি মুহাম্মদ তারেকের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- আলবেরুনী হলের প্রভোস্ট সিকদার মোহাম্মদ জুলকারনাইন, শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা, জাহানারা ইমাম হলের প্রভোস্ট মোরশেদা বেগম এবং সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার মাহতাব উজ জাহিদ। কমিটিকে গত ১৯ তারিখ থেকে চলমান সব ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, এহেন সন্ত্রাসী এবং দুষ্টচিক্র নিয়ে ছাত্র-রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় চলতে পারে না৷ অভিযুক্ত সবাইকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷ তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //