কুবি ছাত্রী হলে ফের গ্যাস লিক আতঙ্ক, মিলছে না আলামত

ফের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা ছাত্রী হলে দেখা দিয়েছে গ্যাসলিক আতঙ্ক। গতকাল রবিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টায় তিন তলাবিশিষ্ট হলটিতে প্রকট গন্ধ ছড়ালে তা গ্যাস লিক সন্দেহে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনা অবগত হলে ততক্ষণাৎ হল প্রভোস্ট ও হলের হাউজ টিউটররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো হল পরিদর্শন করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টর কাজী ওমর সিদ্দিকী কোটবাড়ি পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ও পুলিশ ফোর্স নিয়ে হলে উপস্থিত হন সমস্যার উৎস উদঘাটন করতে। 

হল পরিদর্শন শেষে এ বিষয়ে হল প্রভোস্ট মো. সাহেদুর রহমান বলেন, আমরা পুরো হলটি দেখেছি, গন্ধ যেটা পাওয়া যাচ্ছে তা গ্যাসের গন্ধ না। আমরা ধারণা করছি গন্ধটা বারুদ জাতীয় জ্বালানীর। তবে আতঙ্কিত হওয়ার মত কোন কারণ নেই, হলের ভেতর থেকে গন্ধটা আসেনি। সমস্যা হলের অভ্যন্তরে নয়। আশেপাশের কোন স্থান থেকে হচ্ছে। আমরা এখানকার আইনশৃঙ্খলা বাহিনী টিমকে বিষয়টা খতিয়ে দেখার জন্য এনেছি। আশা করি দ্রুতই এর সুনির্দিষ্ট তথ্য, সমস্যার উৎস সম্পর্কে জেনে সঠিক সমাধান প্রয়োগ করতে পারবো। 

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসা কোটবাড়ি পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, আমরা ছড়িয়ে পড়া গন্ধকে গ্যাসের গন্ধ হিসেবে চিহ্নিত করতে পারিনি। এছাড়াও হলের অভ্যন্তরেরও নয়। আশেপাশের স্থানে ও হল ফিল্ড সার্বে করার জন্য এবং এসব কিছুর মূল বের করার জন্য টিম পাঠিয়ে দ্রুতই এ সমস্যা নিরসনের চেষ্টা করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //