প্রাণের উচ্ছ্বাসে বন্ধুমেলা

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। ফেলে আসা দিনের স্মৃতিকে এভাবেই আবেগ-মথিত সুরে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির এ অমর গানের আবাহনে উদ্বেলিত হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক শিক্ষার্থীরা যেন মিলে ছিলেন একসাথে। সেখানে খুলে বসেন ক্যাম্পাসে কাটানো স্মৃতির ডালি। 'বন্ধু আমার ভরসা, বন্ধু আমার ভালবাসা' শ্লোগান হৃদয়ে ধারণ করে আড্ডা আর ধুসর স্মৃতি রোমন্থন করে হারিয়ে যান ফেলে আসা স্বর্ণালী অতীতে। 

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকা এলিফেন্ট রোডে জিয়ান রেস্টুরেন্টে মিলেছিলেন সাবেক এ শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে একসাথে হয়ে বন্ধুরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ আয়োজনের মধ্যমণি ছিলেন বঙ্গবন্ধু হলের প্রাক্তন ছাত্র সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী 'সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটি ও বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুরের সাবেক সভাপতি মোঃ সাহিদুজ্জামান টরিক। উপস্থিতজনেরা বলেন, বন্ধু হলো জীবনে অক্সিজেনের মতো। যে কথা কাউকে বলা যায় না। সেই গোপন কথার ঝুড়ি নিশ্চিন্তে খুলে দেয়া যায় বন্ধুর সামনে। বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমির একমাত্র সঙ্গী। বন্ধু মানে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর ছেলেমানুষী হুল্লোল। সব ধরণের মানবিকতা বোধ ছাপিয়ে বন্ধুতের আন্তরিকতা জীবনের চলার পথে অন্যতম সম্পদ।

মিলনমেলায় এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেন মনে হয়েছে ড. এ.পি.জে আবুল কালাম আজাদের সেই উক্তি- একটি ভাল বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। বাস্তবেও যেন এর প্রতিফলন ঘটেছে। সাবেক এ শিক্ষার্থীদের একে অপরের ভ্রাতৃত্ব ও ভালবাসায় মনে হয়েছে প্রত্যকেই প্রত্যেকের একেকটি লাইব্রেরির সমান।  

এই মিলনমেলায় যুক্ত হয়েছিলেন- বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এমডি ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান রুবেল, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুবুর রহমান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়া, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাকির হোসেন খান, ফার্মেসি বিভাগের অধ্যাপক আসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক আহসান হাবিব সানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রেজাউল করিম রাজু, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এটিএম সাইফুল ইসলাম, এনসিটিবির সদস্য (অর্থ) মোঃ মুনির হোসেন খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব দিদারুল আলম ও সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন- ডিআইজি রেজাউল হক, ই-পাসপোর্ট এর প্রকল্প পরিচালক সাইদুর রহমান রোকন, আ. লীগ এর প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু হল অ্যালামনাই আফজালুর রহমান বাবু, সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম, আলী হোছাইন, আসিফ, আহসান হাবিব রিপন, নজরুল ইসলাম সরকার, মাসুম পাটোয়ারী,  রুহুল আমিন শিপার, সামসুল আল, তোফায়েল আহমেদ, সিদ্দিকুর রহমান মাসুম, রেজওয়ান মাহমুদ মিন্ট, আব্দুল খালেক, ডা. ওয়াহিদুজ্জামান ডাবলু, লুৎফর রহমান, মাকসুদুজ্জামান, আমিনুল হক মুক্তা, আব্দুল্লাহ আল ওয়াহিদ অপু, মতিউর রহমান মতি, আনোয়ার হোসেন রুশো, আনোয়ারুল ফেসদৌস কাজল, অলিউর রহমান, শওকত জাহান শাহীন, শাহাদাত হোসেন স্বপন, আবুল ফজল, মোহাম্মদ হোসেন, সেলিম খান, মনিরুজ্জামান বেল্টু, সোহেল, বেল্লাল হোসেন, ইকবাল হোসেন, আহমেদুল হাই খান, রুহুল আমিন, রোকনুর রহমান চয়ন, মোহাম্মদ আলী, আতিয়ার রহমান, ডা. সাইফুর রহমান, শেখ রেজাউল করিম, খলিলুর রহমান খান, সিদ্দিকুর রহমান তালকুদার, লাবলুর রহমান, রেজাউল করিম, শরীফ তানভীর, মনসুর, রেজাউল মান্নান, চৌধুরী কামরুল হাসান, আশরাফ হোসেন, জাহাঙ্গীর পাটোয়ারী, নজরুল ইসলাম মিলন, মাহফুজ, ওসমান গনি রতন, মুজিবুর রহমান, শাহ আহমেদ সফি, সবুজ, সাইফুল, রাশেদুল হক খন্দকার লিওন, একে এম মফিজুল ইসলাম, ধনঞ্জয় কুমার দাস, রবিউল হক ভুইয়া, আব্দুল্লাহ খান রিপন, ইকবাল হোসেন খান, সাইফুর রহমান বাতেন, ফখরুল আহমেদ, সৈয়দ নুরুল ইসলাম, এস এম নজরুল ইসলাম, জামেরী হাসান, নাসিমুর রহমান শরীফ লিখন, দিলীপ কুমার দাশ, সাজ্জাদ হোসেন সম্রাট, মো.  ইউসুফ আলী, ফজলুর রহমান হিরু, মো. আনোয়ার হোসেন, আনিসুজ্জামান কাজল, শহিদুজ্জামান কাকন, শমসের মন্ডলসহ বিশ্বের বিভিন্ন দেশ ও স্বদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বন্ধুরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //