প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে জাবিতে নতুন পদ্ধতির ঘোষণা

দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণে নতুন পদ্ধতির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগ। প্রত্নতত্ত্ব বিভাগ ও সায়ার্কের যৌথ উদ্যোগে পরিচালিত এ ব্যবস্থার নাম ‘র‌্যাপিড ইমার্জেন্সি ডকুমেন্টেশন’। 

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত ‘টুয়ার্ডস ডিজিটাইজিং পাস্ট ফর ফিউচার’ সেমিনার শেষে এ ঘোষণা দেন কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক।  

‘র‌্যাপিড ইমার্জেন্সি ডকুমেন্টেশন’ সিস্টেমের মাধ্যমে দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর থ্রিডি (ত্রিমাত্রিক) চিত্র সংরক্ষণের মাধ্যমে সেগুলোকে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা যাবে। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মানবসৃষ্ট কারণে স্থাপনাগুলো বিনষ্ট হলে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে সেগুলোকে পুনরুদ্ধার করা সম্ভব হবে। এ চিত্র গ্রহণের সময় ও ব্যয়ও অনেক কম।

এসময় অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, আমাদের দেশে প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণে অনেক সমস্যা আছে। আমাদের দেশের বেশিরভাগ সাইটগুলো হিন্দু, বৌদ্ধদের। আমাদের পাশ্ববর্তী দেশগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো থেকে অনেক আয় করে। একাডেমিক দিকে আমরা অনেক শক্তিশালী। তবে আমাদের নিজেদের স্বার্থেই স্থাপনাগুলো রক্ষা করতে হবে।

সায়ার্কের প্রোগ্রাম পরিচালক ক্যাসি হ্যারি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। আমাদের প্রতিষ্ঠান থ্রিডি প্রযুক্তির মাধ্যমে ইমেজ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। থ্রিডি ইমেজ ব্যবহারের ফলে যেকোনো ইমেজ খুব ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব। এর মাধ্যমে সংরক্ষণ আরো দীর্ঘমেয়াদী হবে।

এর আগে ‘টুয়ার্ডস ডিজিটাইজিং পাস্ট ফর ফিউচার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা সচিব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, যেখানে ইতিহাসের যাত্রা শেষ, সেখানেই প্রত্নতত্ত্বের যাত্রা শুরু। অতীতের অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি। আমরা দেখেছি উপসাগরীয় যুদ্ধে সুমেরিয়ান সভ্যতার অনেক নিদর্শন হারিয়ে গেছে। আমরা চাইনা এমন কোনো ঘটনায় আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলো হারিয়ে যাক।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস অনেক সমৃদ্ধ। আমাদের এ অঞ্চলে ইউরোপের অনেক আগেই মানুষ এসেছে। ইউরোপে যেখানে ৪০ হাজার বছর আগে মানুষ এসেছে, এ অঞ্চলে সেখানে ৬০ হাজার আগে মানুষের বসতি ছিল। ইতিহাসবিদদের পাশ্চাত্যকে প্রাধান্য দেয়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।

মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের ডিজি চন্দন কুমার দে, অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ড. হাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ সেরাজুল হাকিম, সায়ার্কের প্রোগ্রাম ব্যবস্থাপক ক্যাসি হ্যারি, জাবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. জয়ন্ত সিংহ রায় প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //