মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ ভিসিকে উদ্ধারে শিক্ষার্থীরা

তিনদিন অবরুদ্ধ থাকার পর মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধারের চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে ‘কর্মচারী সিন্ডিকেট বন্ধ করতে হবে’ স্লোগান দিয়ে মিছিল করতে করতে প্রবেশ করে। এসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের স্বচ্ছতা চাওয়া এবং ভাইস-চ্যান্সেলরকে অবরুদ্ধ করে রাখার পিছনে জড়িত কর্মচারীদের শাস্তির দাবি জানায়।

শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলরকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসতে চাইলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত অবগত সেখান থেকে নির্দেশনা আসলেই আমি আমার কার্যালয় থেকে বের হব। তবে আজকে আমি শিক্ষার্থীদের সাথে জুমআর নামাজ আদায় করব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //