জবির ছাত্রীহলে ধীরগতির ইন্টারনেট, শিক্ষার্থীদের অসন্তোষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এ ইন্টারনেটের গতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

ধীরগতির ইন্টারনেট ব্যবস্থার কারণে ছাত্রীহলের অধিকাংশ শিক্ষার্থীই এখন উন্নত ইন্টারনেট সেবার বাইরে। হল প্রতিষ্ঠার তিন বছর হতে চললেও ওয়াইফাই ব্যবস্থার উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সপ্তাহে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন। কিন্তু একমাত্র আবাসিক ছাত্রীহলের ইন্টারনেট সেবার মান এখনো বৃদ্ধি না করায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারছে না। তাই বাধ্য হয়ে তাদের নিজ নিজ মোবাইল ডাটার উপর নির্ভর হতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, হলের ইন্টারনেটের গতি ধীর হওয়ায় প্রায়ই প্রয়োজনীয় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে অতিরিক্ত সময় লেগে যায়। ছোটোখাটো ফাইল ডাউনলোডেও অনেক সময় লাগে। ইন্টারনেট ব্যবহারের সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা যেন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থা অনেকটা অনলাইনভিত্তিক হলেও, সে অনুযায়ী আমরা ইন্টারনেট সেবা পাচ্ছি না। কোনো শিক্ষামূলক ভিডিও দেখতে গেলে বা জার্নাল পড়তে গেলে ধীরগতির ইন্টারনেটের কারণে সেটা অন হতে অনেক সময় লেগে যায়। আমাদের হলে নামমাত্র ওয়াইফাই ব্যবস্থা চালু আছে। এমন ধীরগতির ইন্টারনেটে বরং ভোগান্তিই বেশি হচ্ছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে ফিয়া জানান, প্রথম দিকে ওয়াইফাই কাজ করলেও এখন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পরও আমরা ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছি না। অনলাইনে ক্লাস শুরু হয়েছে বেশ অনেকদিন আগে। কিন্তু আমাদের ওয়াইফাই সংযোগ থাকা সত্ত্বেও ইন্টারনেট কিনে ক্লাস করতে হচ্ছে যা অত্যন্ত ব্যয়বহুল।

একই বিভাগের আরেক শিক্ষার্থী শারমিন ইভা বলেন, আমরা পড়তে গিয়ে প্রতিনিয়ত ইন্টারনেটের চরম অভাববোধ করি। আমাদের পড়াশোনার বেশিরভাগই অনলাইনের সাথে সম্পর্কিত। তাই উন্নত ইন্টারনেট সংযোগসহ ওয়াইফাইয়ের গতি বৃদ্ধি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, বিডি রেনের সাথে আমাদের চুক্তির দীর্ঘদিন হওয়ার কারণে বিভিন্ন যন্ত্রপাতি যেমন হার্ডওয়্যার এসব জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে এখন স্বাভাবিকের তুলনায় কম স্পীড পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির সাথে শিগগিরই আবারো নতুনভাবে চুক্তিবদ্ধ হলে এসব জিনিস পরিবর্তন করে দিবে। তাখন আশা করি সমস্যাগুলো সমাধান হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //