জাবির ভিসি প্যানেল নির্বাচন: অধ্যাপক মোতাহারের প্রার্থিতা প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন অধ্যাপক মোতাহার হোসেন।

অধ্যাপক মোতাহার হোসেন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আজ শুক্রবার (১২ আগস্ট) এক বিশেষ সিনেট সভায় উপাচার্য প্যানেল নির্বাচনে অধ্যাপক খালিদ কুদ্দুস বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশ নিয়ে গঠিত কাফী-মোতাহার-তপন প্যানেলের সবার নাম প্রস্তাব করলে অধ্যাপক মুহম্মদ হানিফ আলী তা সমর্থন করেন। 

পরবর্তী দশ মিনিটে প্রার্থিতা প্রত্যাহারের সময় অধ্যাপক মোতাহার হোসেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।  

অধ্যাপক মোতাহার হোসেন ছাড়াই তিনটি প্যানেলে মোট আটজন প্রার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। 

অধ্যাপক আমির হোসেনের নেতৃত্বে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করছেন আমির হোসেনসহ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।  

বর্তমান উপাচার্য অধ্যাপক নূরুল আলমের নেতৃত্বে  ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’-এর একাংশকে নিয়ে নির্বাচন করছেন অধ্যাপক অজিত কুমার মজুমদার ও  অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্। 

মোতাহার হোসেনের প্রার্থিতা প্রত্যাহারের পর ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’- এর বাকি অংশ নিয়ে গঠিত প্যানেল থেকে  নির্বাচনে অংশ নিচ্ছেন অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ও অধ্যাপক তপন কুমার সাহা। 

অধ্যাপক মোতাহার হোসেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক এবং জাবি শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আজ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য প্যানেল নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //