জবিতে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠিত

‘জ্বালো জ্ঞানের মশাল, ভাঙো আঁধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ’-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চৈত্র সংক্রান্তি। 

আজ বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকুক। এসব কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত থাকবে।’ 

এসময় তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বের করে এ অনুষ্ঠান আয়োজন করায় শিক্ষার্থী ও আয়োজক সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //