রেজিস্ট্রারের বিরুদ্ধে অবৈধ সনদে চাকরির অভিযোগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার (ভারপ্রাপ্ত) পদে ভুয়া সনদে মো. মোরাদ হোসেন দীর্ঘদিন চাকরি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠে এসেছে। তিনি অবৈধ এমবিএ ও অভিজ্ঞতার সনদ ব্যবহার করে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। 

অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ২ এপ্রিল সহকারী রেজিস্ট্রার পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এম খায়রুল আলম খান।

আরো জানা যায়, তিনি তৎকালীন উপাচার্যের ছোট বোনের জামাই সুবাদে চাকরি পান। ২০১১ সালের ৪ মে এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১ আগস্ট ২০১১ সালে সহকারী রেজিস্ট্রার পদে স্থায়ীভাবে যোগদান করেন।

তবে নিয়োগ বিজ্ঞপ্তির ৪নং শর্তাবলীর  আবেদন ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত করার বিষয়ে বলা হলেও তিনি তা না দিয়ে শিক্ষাগত যোগ্যতা এমবিএ সনদ প্রদান করেন। যেখানে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সিজিপিএ ৩.৮৩ দেখিয়ে একটি ভুয়া সনদসহ অভিজ্ঞতা সনদের পরিবর্তে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় অফিসার পদে ২০০২ সালের সিনিয়র অফিসার পদে ২০০৬ সালে ১ জুন এবং সহকারী রেজিস্ট্রার পদে ২০০৯ সালে ১ এপ্রিল পর্যন্ত তিনটি নিয়োগের ফটোকপি সংযুক্ত আবেদন পত্রে যুক্ত করেন। 

তবে, দেখা যায় মোরাদ হোসেনের দাখিল করা এমবিএ সনদে রোল, নিবন্ধন, ক্রমিক নম্বর ও শিক্ষাবর্ষের উল্লেখ নেই। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোরাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য এ. কিউ. এম. মাহবুব বলেন, একটি পক্ষ রেজিস্ট্রারকে তাড়ানোর ব্যবস্থা করছে। তাকে তাড়ালে আমি অকেজো হয়ে যাব।

তিনি আরো বলেন, রেজিস্ট্রার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা। তার দারুল ইহসানের মাস্টার্স ডিগ্রি দিয়ে কী হবে? 

প্রসঙ্গত, মো. মোরাদ হোসেন ২০১১ সালের এপ্রিল মাসে অস্থায়ী ভিত্তিতে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন, পুনরায় ১/৮/২০১১ তারিখে সহকারী রেজিস্ট্রার পদে স্থায়ীভাবে যোগদান করেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে উপ-রেজিস্ট্রার পদে  আপগ্রেডেশন পান। বর্তমানে তিনি ১/৯/২১ তারিখ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //