৭১ টিভির জেলা প্রতিনিধিকে বয়কট বশেমুরবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের

মিথ্যা তথ্য ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় ৭১ টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এআর রনিকে বয়কট করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ধর্ষণ ও হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। 

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ৭১ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের নামে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন। তিনি বলেছেন- শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বাগবিতণ্ডার মাধ্যমে হামলা শুরু হয়। এতে গোপালগঞ্জের অবকাঠামোমূলক ক্ষতি হয়েছে। কথাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

এসময় শিক্ষার্থীরা জেলা প্রতিনিধির ভিত্তিহীন সংবাদ প্রচারের ব্যবস্থা নেয়ার জন্যে ৭১ টিভির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। 

গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এর বিচারের দাবিতে ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 

ধর্ষকদের বিচার চাওয়ার জেরে দুই দফা হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ধর্ষক ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //