চমেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ছাত্রলীগের সংঘাত এড়াতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্ররাজনীতি পুরোপুরো নিষিদ্ধ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা-সমাবেশ ও মিছিল করতে নিষেধ করা হয়েছে। 

শনিবার (১৪ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

চমেক সূত্র জানায়, সোমবার থেকে শুরু হচ্ছে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা। দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে প্রফেশনাল চূড়ান্ত পরীক্ষা শেষ করে অনেকে ডাক্তারও হয়ে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজে গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে এ পরীক্ষা।

করোনা ও ছাত্রলীগের সংঘাতের কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পরীক্ষা স্থগিত ছিল। পরীক্ষার সময় ছাত্রলীগ আবার অভ্যন্তরীণ কোনো ইস্যুতে সংঘাতে জড়ালে আবার পরীক্ষা স্থগিত করে দিতে হবে। এ কারণে চমেকে ছাত্ররাজনীতি আপাতত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //