টিএসসির সাবেক পরিচালক আলমগীর হোসেন আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আলমগীর হোসেনের ছেলে ফাহিম নাকির হোসেন।

তিনি জানান, হৃদরোগসহ নানা জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৮ নভেম্বর আলমগীর হোসেনকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কভিড-১৯ পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। পরে সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়। সোমবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১০টার দিকে তার বাবা মৃত্যুবরণ করেন।

আলমগীর হোসেনকে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) টাঙ্গাইল সদরে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলেও জানিয়েছেন ফাহিম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আলমগীর হোসেন টিএসসির পরিচালক ছাড়াও নিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) একাধারে দুইবার সভাপতির দ্বায়িত্বে পালন করেছেন। তার মৃত্যুতে ডিইউএমসিজেএএ'র নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //