ডেঙ্গু জ্বরে জাবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রণজিৎ দাস চৌহান নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রণজিৎ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।

সহপাঠী সাইফুল ইসলাম পরশ জানান, শনিবার রণজিৎ জ্বর নিয়ে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি হন। চিকিৎসকেরা তার ডেঙ্গু শনাক্ত করেন। এ সময় তার রক্তের প্লাটিলেট অনেক কম পাওয়া যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

তিনি আরো জানান, রণজিৎকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর ৪০ মিনিট পরেই তার মৃত্যু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //