ঢাবির নতুন উপ-উপাচার্য হলেন মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষকদের নেতা অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমেদের মেয়াদ শেষ হওয়ায় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেসের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে। 

ড. এ এস এম মাকসুদ কামালকে শর্ত সাপেক্ষে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং  রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //