সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে ডাকসু

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষার বিরোধিতা করে ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার (৮  ফেব্রুয়ারি) বিকেলে ডাকসুর সভাকক্ষে অনুষ্ঠিত এক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত হয়।

ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দাবির প্রেক্ষিতে ডাকসু প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

ডাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সহসভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ডাকসু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থী সংশ্লিষ্ট ১২টি বিষয়ে আলোচনা হয়।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সাধারণ সম্পাদক না থাকায় সহ-সাধারণ সম্পাদকের বক্তব্যের মাধ্যমে সভার আলোচনা শুরু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //