নতুন পৃথিবীর জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থায়নে শপআপের উদ্ভাবনী চিন্তা

কাতারের রাজধানী দোহায় সম্প্রতি অনুষ্ঠিত হয় এ অঞ্চলের সর্ববৃহৎ প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘ওয়েব সামিট কাতার-২০২৪’। এ অনুষ্ঠানে কথা বলতে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিসহ বিভিন্ন দেশ থেকে আগত ৪ শতাধিক বিনিয়োগকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্মেলনের লক্ষ্য হলো উদ্ভাবনী জগতের মেধাবীদের সাথে নিয়ে প্রযুক্তির যে বিষয়গুলো বৈশ্বিক প্রভাব ফেলছে সেসব নিয়ে আলোচনা করা এবং সংযোগ গড়ে তোলা।

একজন ‘থট লিডার’ হিসেবে আফিফ জামান উদীয়মান বাজারের অর্থনৈতিক দৃশ্যপটে কীভাবে প্রযুক্তিনির্ভর অর্থায়ন বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সে বিষয়ে বক্তব্য রাখেন। বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে এই মডেল প্রযুক্তির মাধ্যমে অর্থায়নকারী ও অর্থ গ্রহীতার স্বার্থ নিশ্চিত করতে পারে বলে মত দেন তিনি।

শপআপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ভোক্তাদের নিয়ে তৈরি হচ্ছে নতুন একটি ‘বিশ্ব বাজার’। এসব দেশ উন্নত দেশের তুলনায় ৫-৬ গুন অধিক গতিতে এগিয়ে যাচ্ছে। এসএমই শিল্পে এই দেশগুলোর অর্থনৈতিক উন্নতির অন্যতম ভিত্তি। আমরা চাই এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এসএমই শিল্পকে উত্তরোত্তর উন্নয়ন করা।

শপআপের ব্যবসায়িক মডেল উদীয়মান বাজারে কীভাবে গতি আনতে পারে, সে বিষয়ে আফিফ জামানের উপস্থাপনা বিনিয়োগকারী ও দর্শকদের মাঝে দারুণভাবে প্রশংসিত হয়। ১০০ কোটি নতুন ভোক্তার উদীয়মান বাজার, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা পরিবর্তনে কীভাবে একটি বাণিজ্যিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ধারণা দেন দেশের এই উদ্যোক্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //