বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। একপর্যায়ে তা সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। অবশেষে আজ মঙ্গলবার (১২ মার্চ) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির তথ্য প্রকাশিত হয়েছে। পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কবে নাগাদ সুদের হার কমাবে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন বিনিয়োগকারীরা। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাই বুলিয়ন বাজারের চাকচিক্য সামান্য কমেছে। 

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৭৮ ডলার ৫৩ সেন্টে। এর আগে টানা ৯ দিন বেঞ্চমার্কটির মূল্য বৃদ্ধি পেয়েছিল। তাতে গত শুক্রবার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৯৪ ডলার ৯৯ সেন্টে। ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। 

একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২১৮৫ ডলারে।

আইজি বাজার কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, সম্প্রতি বিশ্ববাজারে হু হু করে বেড়েছে স্বর্ণের দাম। প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। অবশেষে মূল্য নিম্নগামী হয়েছে। মূলত, কোনো পণ্যের দাম নিয়মিত চড়া হতে পারে। তবে এরপরই দরপতন ঘটে।   

ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ১ জুন সুদের হার কমাবে ফেড। এবার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে তারা। এই সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //