শুল্কারোপের খবরে রাতারাতি বাড়লো পেঁয়াজের দাম

ভারত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরপরই আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

পাইকারিতে এক দিনের ব্যবধানে কেজিতে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। গত শনিবারও পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৫৩ টাকা দরে বিক্রি হয়। কিন্তু ভারতের রফতানিতে শুল্ক আরোপের ঘোষণা আসার পরই অস্থির হতে থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।

অথচ এখনো নতুন শুল্কের পেঁয়াজ দেশেই আসেনি। নির্দিষ্ট কোনো কারণ বলতে না পারলেও ভারত সীমান্তে দাম বেড়েছে বলে একটাই জবাব। গতকাল রবিবার (২০ আগস্ট) পাইকারি বাজারেই প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৬২-৬৫ টাকা দরে। ২ টাকা পরিবহন খরচ যোগ করে আরও ৩ টাকা নিজেদের লাভ ধরে ৭০ টাকা কেজি দরে তা ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে।

ব্যবসায়ী মনসুর আলম জানান, প্রতি কেজি পেঁয়াজ খুচরায় ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে ছিল ৫৬ টাকা পর্যন্ত।

আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, পেঁয়াজে খুচরা ব্যবসায়ীরা কেজিপ্রতি সর্বোচ্চ ৩ টাকা লাভ করতে পারেন। সীমান্তে ভারতীয় পিয়াজের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, গতকাল পাইকারিতে ৬৫ টাকা এবং খুচরায় যাদের আগের মাল আছে তারা ৬৫ টাকা এবং নতুন করে ক্রয় করা পিয়াজ ৬৮-৭০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //