১৩ মাস পর দেশের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক

বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ের আঘাত লেগেছে দেশের রপ্তানিতে। সদ্য বিদায়ী সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় গেছে। গত মাসে তা কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে ১৩ মাস পর দেশের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় গেলো। আজ রবিবার (২ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে ৩৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেন রপ্তানিকারকরা। গত বছরের একই সময়ের তুলনায় যা ৬ দশমিক ২৫ শতাংশ কম। 

তবে সার্বিকভাবে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি ইতিবাচক ধারায় আছে। এসময়ে ১৩ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ১২৪৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছেন ব্যবসায়ীরা। সেখানে ২০২১-২২ অর্থবছরের ত্রৈমাসিকে রপ্তানি হয় ১১০২ কোটি ডলারের পণ্য।

মূলত তৈরি পোশাকের চালান কমায় গত মাসে সার্বিক রপ্তানি কমেছে। সেপ্টেম্বরে ৩১৬ কোটি ডলারের গার্মেন্টস পণ্য চালান হয়েছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৭ দশমিক ৫২ শতাংশ কম।

তবে সার্বিকভাবে নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৪১ শতাংশ।

উদ্যোক্তারা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। সেসব দেশের মানুষ গাড়ির জ্বালানি ও নিত্যপণ্যের বাইরে কেনাকাটা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন। ফলে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান দু-তিন মাস ধরে ক্রয়াদেশ কম দিচ্ছেন। 

এছাড়া ইপিবি বলছে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, বাইসাইকেল, আসবাব রপ্তানি কমেছে। তবে রপ্তানিতে প্রথম স্থানেই আছে তৈরি পোশাক। এরপর সবচেয়ে বেশি ৩৫ কোটি ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে। গত বছরের ওই সময়ের তুলনায় যা ২৬ দশমিক ৫৯ শতাংশ বেশি। 

তৃতীয় অবস্থানে আছে চামড়া ও চামড়াজাত পণ্য। এ ত্রৈমাসিকে তা রপ্তানি হয়েছে ৩২ কোটি ৭৯ লাখ ডলারের পণ্যাদি। গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে যা ২০ দশমিক ৮৭ শতাংশ বেশি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //