৬ ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

নিত্যপণ্যের দাম অসহনীয়ভাবে বেড়েই চলেছে। মধ্যবিত্তরা সংসার চালাতে পাড়ছেন না। একটু কম দামে পণ্য পেতে টিসিবির পণ্যবাহী ট্রাক থামলেই হুড়োহুড়ি করে লাইনে দাড়িয়ে পড়ছেন তারা। কখনো কখনো ট্রাকের পেছন পেছন দৌড়তেও হচ্ছে তাদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়াতে হচ্ছে। তবে ৫ থেকে ৬ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকেই ফিরতে হচ্ছে খালি হাতে।

ঢাকা ও চট্রগ্রামে উভয় রাজধানীতে প্রতিদিন এমন ঘটনা ঘটছে। দীর্ঘলাইনে দাঁড়িয়ে গুটি কয়েক মানুষ পণ্য পেলেও বেশিরভাগ মানুষই পণ্য না পেয়ে অস্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

নগরীর জামালখানে টিসিবির পণ্য কিনতে আসা একজন নারী জানান, ৫ থেকে ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পণ্য নেই। আমাদের এমন ভোগান্তি ফেলার কোনো মানে নেই।

নগরীর জামালখানে পণ্য নেওয়ার লড়াই চললেও কাজীর দেউড়িতে হাহাকার গাড়ির জন্য। পণ্যবাহী ট্রাক আসছে কম এ এলাকায়। আসলেও পর্যাপ্ত পণ্য নেই তাতে।

এ বিষয়ে ভোক্তারা বলেন, ট্রাক যে পরিমাণে পণ্য নিয়ে আসে তাতে সর্বোচ্চ ২০ থেকে ৫০ জন পণ্য পান। আর লাইনে এর চারগুণ মানুষ থাকেন। এসব ভোগান্তির কোনো মানে নেই।

উল্লেখ্য, নগরীর ১৭টি ডিলার ৩৮টি পয়েন্টে গাড়ি থেকে ৫ থেকে ৬ ধরনের পণ্য দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //