বেনাপোল কাস্টমসে রাজস্ব আয় বেড়েছে ৫৮ শতাংশ

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস্ হাউস করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে ৪ হাজার ১৪৮ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আহরণ করেছে। যা এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি। 

২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৫ কোটি ৭৭ লাখ টাকা।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা সবসময় অফিস খোলা রেখেছি। সার্বক্ষণিক দ্রুত সেবা দেয়া হচ্ছে। এর ফলে আগের অর্থ বছরের তুলনায় এবার অনেক বেশি রাজস্ব আহরণ হয়েছে। 

এর পাশাপাশি কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও ডিজিটাল সেবা যুক্ত করায় রাজস্ব আহরণে ভাল সাফল্য এসেছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, করোনার কারণে গত এক বছরে উচ্চ শুল্কযুক্ত পণ্যের আমদানি বেনাপোল দিয়ে কম হয়েছে ও ভারতে দীর্ঘসময় ধরে লকডাউন থাকায় রাজস্ব আয়ের ওপর এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে বিদায়ী অর্থ বছরের রাজস্ব আহরণে যথেষ্ট প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

২০২০-২১ অর্থ বছরে বেনাপোল কাস্টমস্ হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ১০০ কোটি টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //