ইএফডি চালানের লটারির ড্র ৫ ফেব্রুয়ারি

মূল্য সংযোজন কর (ভ্যাট) আহরণে আরো স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপন করেছে। 

আর ক্রেতা সাধারণকে ইএফডি মেশিন ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্যুকৃত কুপনের ওপর আগামী ৫ ফেব্রুয়ারি লটারি অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার (১০ জানুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

এতে বলা হয়, দোকানে দোকানে প্রতিনিয়ত ইএফডি মেশিন বসানো হয়েছে। এই মেশিনের মাধ্যমে ভ্যাট প্রদানে উৎসাহ দিতে ইস্যুকৃত মুদ্রিত চালানোর ওপর প্রতি মাসে লটারির ড্র হবে। প্রতি মাসের ১ তারিখ হতে শেষ দিন অর্থাৎ পুরো মাসে ইস্যুকৃত চালানের লটারি পরবর্তী মাসের ৫ তারিখে অনুষ্ঠিত হবে। 

এতে আরো বলা হয়, লটারিতে অংশগ্রহণের জন্য ইস্যুকৃত চালানপত্র বা লাকি কুপন সংরক্ষণের অনুরোধ করেছে রাজস্ব প্রশাসন।-বাসস


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //