হাত ধোয়ার অভ্যাস গড়তে লাইফবয়ের ‘এইচ ফর হ্যান্ডওয়াশিং’

‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০’ উপলক্ষ্যে নতুন একটি আন্দোলন শুরু করছে বিশ্বের এক নম্বর সর্বাধিক বিক্রিত জার্ম প্রটেকশন সোপ ব্র্যান্ড ‘লাইফবয়’, যার লক্ষ্য- ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।

বাংলাদেশে গত এক দশকেরও বেশি সময় ধরে হাত ধোয়া সংক্রান্ত শিক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে আসছে লাইফবয়, যার মাধ্যমে এক কোটি ১১ লাখেরও বেশি সংখ্যক শিশুকে সঠিক নিয়মে হাত ধোয়া শিখিয়েছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় এবছর প্রাথমিক শিক্ষায় “এইচ ফর হ্যান্ডওয়াশিং” এবং “হ তে হাত ধোয়া” অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিচ্ছে লাইফবয়।

শিশুরা যেভাবে “এ, বি, সি” কিংবা “ক, খ, গ” শেখে, সেটা থেকে অনুপ্রাণিত হয়েই লাইফবয় প্রস্তাব করছে যে, “এইচ ফর হ্যান্ডওয়াশিং” এবং “হ তে হাত ধোয়া” এর মাধ্যমে বাচ্চাদেরকে সহজেই “এইচ” এবং “হ” শেখানো যেতে পারে।

এই প্রয়াস থেকেই গত ৬ অক্টোবর একটি পিটিশন সাইট চালু করা হয়েছে, যেখানে “এইচ ফর হ্যান্ডওয়াশিং”, “হ তে হাত ধোয়া” আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন লাইফবয় এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর- ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এইচ ফর হ্যান্ডওয়াশিং ডটকম (hforhandwashing.com) সাইটে ক্লিক করে স্বাক্ষর আবেদনের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করর জন্য গ্রাহকদেরকে উৎসাহিত করা হয়েছে। প্রতিটি স্বাক্ষরের জন্য পাঁচ জন করে শিশুকে হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানোর অঙ্গীকার নিয়েছে লাইফবয়। এছাড়া খেলার ছলে মজা করে নিজেদের হাত ধোয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে উৎসাহিত ও জড়িত করার লক্ষ্যে সৃজনশীল একটি জিঙ্গেল ভিডিও প্রকাশ করা হয়েছে।

কয়েক বছরব্যাপী ক্যাম্পেইন চালানোর মাধ্যমে “এইচ ফর হ্যান্ডওয়াশিং”, “হ তে হাত ধোয়া” আন্দোলনটিকে সচল রাখবে লাইফবয়। এর মূল লক্ষ্য থাকবে- দেশের শিশু-কিশোরদের মাঝে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করার উদ্দেশ্যে ধারাবাহিক একটি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও গুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে শৈশবকালীন শিক্ষায় স্বাস্থ্যসম্মত ভালো চর্চাগুলোকে অন্তর্ভুক্ত করানো।

এই আন্দোলনকে প্রাণবন্ত করার লক্ষ্যে গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপের সহযোগিতায় ‘এইচ ফর হ্যান্ড ওয়াশিং’ রিসোর্স পেইজ চালু করেছে লাইফবয়, যেখানে এনজিও, সরকার, বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য মানুষজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।

ইউনিলিভার এর স্কিন ক্লিনজিং অ্যান্ড ওরাল কেয়ার এর গ্লোবাল এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সামির সিং বলেন, “আগের চেয়ে বেশি যে বিষয়টি আজকে আমাদের নিশ্চিত করা দরকার, তা হলো- সাবান দিয়ে হাত ধোয়াটা যেন অগ্রাধিকার পায় এবং সর্বত্র সবাই যেন এই চর্চাটা চালু রাখে। লাইফবয়ে বিশ্বের বৃহত্তম আচরণ পরিবর্তন প্রোগ্রামের মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে আমরা হাত ধোয়ায় চ্যাম্পিয়ন হয়ে আসছি, সারাবিশ্বে যেটি এক বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।“

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এর মার্কেটিং ডিরেক্টর আফজাল খান বলেন, “হাত ধোয়ার আচরণে পরিবর্তন আনার লক্ষ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে লাইফবয়। মহামারির বছরে এবারের “বিশ্ব হাত ধোয়া দিবস” সবাইকে হাত ধোয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়ার জন্য একটি উপযুক্ত সময়। এই লক্ষ্য পূরণে আমরা আমাদের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করছি এবং এমন একটি উদ্যোগ নিচ্ছি, যেখানে সাবান দিয়ে হাত ধোয়া সেই ধরনের একটি শিক্ষা হবে, যা কেউ ভুলে যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে পাঠ্যবইয়ে ‘হ তে হাত ধোয়া’ করার জন্য লাইফবয় প্রস্তাব দিচ্ছে।"


লাইফবয় সম্পর্কে

প্রায় ৬০টি দেশে বিক্রি হওয়া লাইফবয় বিশ্বের এক নম্বর স্বাস্থ্যকর সাবান ব্র্যান্ড। লাইফবয় ব্র্যান্ডের মাধ্যমে আমাদের লক্ষ্য মানসম্পন্ন ও সহজলভ্য পণ্য তৈরি করা এবং স্বাস্থ্যকর স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরির মাধ্যমে সমাজে পরিবর্তন সৃষ্টি করা। ২০১০ সাল থেকে হাত ধোয়া কর্মসূচির মাধ্যমে আমরা ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছেছি।

বয়স বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে পরিষ্কার, সক্রিয় এবং স্বাস্থ্যকর হওয়ার আকাঙ্ক্ষা সবার মধ্যে অন্তর্নিহিত। আমরা এটি বুঝতে পারি এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে সর্বোচ্চ মানের স্বাস্থ্যবিধি নিশ্চিতে লাইফবয় সাবান সবার শীর্ষে।

আরো স্বাস্থ্যকর, সুস্বাস্থ্য এবং প্রাণবন্ত জনগোষ্ঠীর সৃষ্টির লক্ষ্যই হলো লাইফবয় ব্র্যান্ডের পেছনের চালিকা শক্তি। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমরা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনার চেষ্টা করছি এবং বিভিন্ন গ্রাহকদের বিভিন্ন উপায়ে সহজলভ্য লাইফবয় পণ্য সরবরাহ করছি। এই লক্ষ্য বাস্তবায়নে লাইফবয় ব্র্যান্ড টিম প্রতিশ্রুতিবদ্ধ। তারা বিভিন্ন অনুপ্রেরণামূলক প্রকল্পের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিয়োজিত যা গ্রাহকদের তাদের স্বাস্থ্যবিধি উন্নত করতে অনুপ্রাণিত করে।

১৮৯৪ সালে লাইফবয় ব্র্যান্ড চালু হওয়ার পরে, আমরা আরো ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অর্জনের জন্য সর্বসাধারণকে সমর্থন করেছি। বিংশ শতাব্দীতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক ছিল সাবানের ক্লাসিক লাল বার এবং এর স্বতন্ত্র মেডিকেটেড কার্বলিক গন্ধ। বিভিন্ন ধরনের সাবান এবং বিশেষভাবে ডিজাইন করা বডি ওয়াশ সহ ব্র্যান্ডটি আজ আরও অনেক কিছু। এর সাথে আরও আছে বিভিন্ন ধরনের লিকুইড হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড হাইজিন জেল। পুরো পরিবারের জন্য প্রতিদিনের স্বাস্থ্যবিধি এবং সতেজতা নিশ্চিত করে লাইফবয়।


বিশ্ব হাত ধোয়া দিবস সম্পর্কে

বিশ্ব হাত ধোয়া দিবস (জিএইচডি) একটি বিশ্বব্যাপী অ্যাডভোকেসি দিবস যা রোগ প্রতিরোধ ও জীবন রক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোওয়ার গুরুত্ব সম্পর্কে জানা এবং সবাইকে সচেতন করার জন্য নিবেদিত। ১২ বছরে পা দেয়া এই অ্যাডভোকেসি দিবসটি ইউনিলিভার তার লাইফবয় ব্র্যান্ডের মাধ্যমে ও গ্লোবাল হ্যান্ড ওয়াাশিং পার্টনারশিপ (জিএইচপি) এর সাথে যৌথভাবে প্রতিষ্ঠা করেছিল ২০০৮ সালে। এর সাথে যুক্ত ছিল ইউনিসেফ, পিএন্ডজি, ইউএসএআইডি, ওয়ার্ড ব্যাংক ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম এবং দ্যা অ্যাকাডেমী ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট।

গ্লোবাল হ্যান্ড ওয়াশিং পার্টনারশিপ হলো আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের একটি জোট যারা সাবান দিয়ে হাত ধোয়াকে স্পষ্টভাবে প্রচার করে এবং আন্তর্জাতিক উন্নয়ন এবং জনস্বাস্থ্যের স্তম্ভ হিসেবে স্বাস্থ্যবিধিকে স্বীকৃতি দেয়।

প্রতি বছর, বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ২০০ মিলিয়নের বেশি লোক জিএইচডি উদযাপন করেন। লাইফবয়ের জন্য এখনও পর্যন্ত অন্যতম বৃহৎ জিএইচডি ব্র্যান্ড অ্যাক্টিভেশন হয়েছিল ২০১৯ সালে যেখানে ডিজিটাল মাধ্যমে ২৫ মিলিয়নেরও বেশি লোকের কাছে এবং স্কুল পরিদর্শন করে ৩.৪ মিলিয়নেরও বেশি স্কুল শিক্ষার্থীদের কাছে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //