স্বাস্থ্যখাতের সম্মুখ যোদ্ধাদের গার্ডিয়ান লাইফের শ্রদ্ধা

সারা পৃথিবীর মতো বাংলাদেশও করোনাভাইরাসের ভয়াল ছোবলে জর্জরিত। কভিড-১৯ এর চরম এই দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে নানা পেশার মানুষ পরম যত্নে দেশটাকে আগলে রাখছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন এবং জীবন বাঁচিয়ে চলেছেন। সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা তাঁরাই। তাদের কাছ থেকে আমরা নিচ্ছি কাজের প্রতি নিষ্ঠা, সততা আর আন্তরিকতার শিক্ষা। আর তাদের এই যুদ্ধকে সফল করতে আমাদের মেনে চলতে হবে সব স্বাস্থ্য নীতিমালা এবং কঠোর সামাজিক দূরত্ব।
সময়ের শ্রেষ্ঠ যোদ্ধাদের মহান অবদানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং সার্বিক অনুপ্রেরণা যোগাতে গার্ডিয়ান লাইফ সব স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে নির্মাণ করেছে একটি বিশেষ ভিডিও গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, সুকন্যা মজুমদার ঘোষ এবং রোকন ইমন। গানটির কথা লিখেছেন আলামিন মোহাম্মদ, সুর করেছেন পিন্টু ঘোষ, গিটার বাজিয়েছেন শুভ এবং মিক্স মাস্টার করেছেন রোকন ইমন।

দেশের দ্রুততম বর্ধনশীল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি হিসেবে গার্ডিয়ান লাইফ সবসময়ই তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গায় সোচ্চার ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //