ফেক ভিডিওর খপ্পরে বলিউড অভিনেত্রীরা কেন

শীর্ষ হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান, এমা ওয়াটসনদের ভুয়া ভিডিও ভাইরাল হয়েছিল বেশ আগে। এখন হচ্ছে বলিউড তারকাদের। রাশমিকা মান্দানাকে দিয়ে শুরু হয়ে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া-সবাই পড়েছেন ভুয়া ভিডিওর খপ্পরে। কিন্তু হঠাৎই কেন এভাবে বলিউড তারকাদের টার্গেট করা হলো?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ আরতি সামানি মনে করেন, গত ছয় মাসে এআই ভিডিও আরও পরিশীলিতভাবে তৈরির উপায় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন দেশে ভুয়া ভিডিও তৈরি হওয়ার একটা একটা করণ।

এই বিশেষজ্ঞ বলেন, এখন ব্যাপারটি সহজলভ্য, ফলে খুব কম খরচে বা বিনা খরচে ভিডিও তৈরি করা যাচ্ছে। ভুয়া ভিডিওগুলো প্রায় বাস্তবের মতোই হচ্ছে।

ভারতের অভিনেত্রীদের একের পর এক ভুয়া ভিডিও তৈরি হওয়ার সম্ভাব্য কারণ জানান সামানি। তার মতে, ভারতে জনসংখ্যার একটি বড় অংশ তরুণ, যারা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।

এসব তরুণের বলিউড ও তারকা সংস্কৃতি নিয়ে প্রবল আগ্রহ রয়েছে। ফলে দ্রুত ভুয়া ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। 

তিনি বলেন, বলিউড তারকাদের নিয়ে কনটেন্ট বানালে খুব সহজেই সেটা ছড়িয়ে পড়ে। এটা থেকে ভালো আয়ও হয়।

সূত্র- বিবিসি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //