বক্স অফিসে ব্যর্থ কঙ্গনার অনুরোধ

করোনাপরবর্তী সময়ে বহু বিগ বাজেটের সিনেমা ফ্লপ করেছে। সেই তালিকায় আছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ‘ধকড়’ ছবিটি। এছাড়া সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী-২’-এর রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগল না! বক্স অফিসের ককপিটে ফের ব্যর্থ অভিনেত্রী। ৬০ কোটি টাকা বাজেটের সিনেমা তিন দিনে আয় করতে পেরেছে মোটে ৩ কোটি। আর সেই আবহেই কঙ্গনার সিনেমার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেদর্শকদের একাংশ। তবে সেই সমালোচনা সইতে পারেননি বলিকন্যা। অতঃপর ফের ঝাঁজালো আক্রমণ করলেন নিন্দুক, সমালোচকদের।

সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘কোভিডের পরে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। ৯৯ শতাংশ সিনেমাকে দর্শক চান্সই দেন না।’ এরপরই আবার অভিনেত্রীর সংযোজন, মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের এর আগে ‘উরি’, ‘মেরি কম’, ‘নীরজা’র মতো সিনেমা ভালো লেগে থাকে তাহলে ‘তেজস’ও ভালো লাগবে।’

এদিকে বর্তমানে ‘ইমার্জেন্সি’ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নায়িকার দুই চোখে। ‘ইমার্জেন্সি’র প্রথম ঝলকেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। টিজারে দেখা যায়, দেশের বিশৃঙ্খল অবস্থা। বিক্ষোভকারীরা রাস্তায় একটি হট্টগোল সৃষ্টি করেছে। যা জরুরি অবস্থা বলেই মনে করা হচ্ছে। এরপর আসে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াতের ভয়েসওভার, ‘এই দেশকে রক্ষা করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। কারণ ইন্দিরাই ভারত, আর ভারতই ইন্দিরা।’ ছবিটির কাহিনি লিখেছেন রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপড়ে।

২৪ নভেম্বর ‘ইমার্জেন্সি’র রিলিজ ডেট হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এর মধ্যে সেটির মুক্তির তারিখ পেছালেন তিনি।

নতুন তারিখ প্রসঙ্গে কঙ্গনা বলেন, “আমি কৃতজ্ঞ, যেখানেই যাই মানুষজন ‘ইমার্জেন্সি’র রিলিজ ডেট জানতে চান। ২৪ নভেম্বর ‘ইমার্জেন্সি’র রিলিজ ডেট হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমার অন্যান্য ছবির মুক্তির তারিখ পরপর পালটাতে থাকায় ‘ইমার্জেন্সি’র মুক্তিও পিছিয়ে ২০২৪ সালে করতে হলো। নতুন মুক্তির তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পাশে থাকবেন, আপনাদের কৌতূহল, উৎসাহ, উচ্ছ্বাস আমাদের কাছে অনেক।” এই ছবিতে শুধু অভিনয়ই করেননি, পরিচালক-প্রযোজকও তিনি। প্রচুর টাকা ঢেলেছেন ছবির পেছনে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ‘আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। একজন শিল্পী হিসেবে আমার সারা জীবনের শিক্ষা আর অর্থ দিয়ে তৈরি ‘ইমার্জেন্সি’। এটা শুধু একটা ছবি নয়, ব্যক্তি হিসেবে আমার মূল্যবোধের পরীক্ষা। ছবির টিজার আর অন্যান্য বিষয় যেভাবে রেসপন্স পেয়েছে তাতে আমরা সবাই উদ্বুদ্ধ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //