রাগের মাথায় শাহরুখ খানকে গুলি করেন সালমান খান

কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করে চলছেন শাহরুখ খান ও সামলান খান। দুই সুপাস্টারের মধ্যে গলায় গলায় সম্পর্ক। একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তারা। 

এক সময় নাকি এ দুই বন্ধুর মধ্যে খুব রাগারাগি হয়। রাগের মাথায় প্রিয় বন্ধুকে গুলিও করেছিলেন সালমান খান।  সম্প্রতি এক টকশোতে নিজেই এ বিষয়ে স্বীকারোক্তি দিলেন বলিউডের ‘ভাইজান’।

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। দুই ভাইয়ের মায়ের ভূমিকায় ছিলেন রাখি গুলজার। খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা অমরিশ পুরী।  সেই ছবির সেটেই নাকি শাহরুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন সালমান খান। 

সালমান খান বলেন, শুটিংয়ের সময় আমাদের খালি বন্দুক দেওয়া হত। আমি আমাদের অ্যাকশন পরিচালক ভিকু বর্মার কাছ থেকে একটা খালি বন্দুক পেয়েছিলাম। একটা পার্টির দৃশ্য শুট হওয়ার কথা তখন। সেটে ভর্তি লোক। আমি তখন শাহরুখকে বললাম, আমি তোকে নাচ করার জন্য ডাকব, তুই তাতে মানা করবি, আমাদের মধ্যে একটা হাতাহাতি হবে। এই যে, খালি বন্দুক রয়েছে, আমি তোকে গুলি করব, আর তুই লুটিয়ে পড়বি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তখন শাহরুখ বলল, ও নাকি ক্লান্ত, এখন নাকি ওই দৃশ্য শুট করার ইচ্ছা নেই।

সালমান খান আরও বলেন, আমার ভাই সোহেলও ওখানে ছিল। আমি শাহরুখের হাত টানতেই ও ছিটকে পড়ে যায়। এরপর শাহরুখের সঙ্গে আমার হাতাহাতি হয়। আমি তখন বন্দুক নিয়ে শাহরুখ খানকে গুলি করি। গুলি খেয়ে শাহরুখ মাটিতে লুটিয়ে পড়ে।  সেখানে জাভেদ আখতারের স্ত্রী হানি ইরানি ছিলেন, একজন সাংবাদিকও ছিলেন।

সেই স্মৃতিচারণ করে সালমান আরও বলেন, ১০ মিনিট ধরে আমরা অপেক্ষা করছি যে শাহরুখ উঠে বসবে, আমার চোখ লাল হয়ে গিয়েছে। আমি শাহরুখকে ডাকছি, ও উঠছে না। যখন ও চোখ খুলছেই না, তখন সোহেল আর ভিকুও চিন্তায় পড়ে গিয়েছিল। তারপরে শুনতে পেলাম শাহরুখ নাক ডাকছে।

সেটে শাহরুখের সেই দুষ্টুমির ঘটনা নিয়ে সালমান খান আরও বলেন, ছবিতে অর্জুনের পারফরম্যান্সের থেকে ওই নাকডাকা বেশি ভালো ছিল। সবাই বিশ্বাস করে নিয়েছিলেন যে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে।

এই উদাহরণ দিয়ে সলমন বলেন, শাহরুখের মতো ‘পারফর্মার’ এই মুহূর্তে গোটা দেশে আর এক জন নেই। সম্প্রতি ‘পাঠান’ ছবিতে টাইগারের চরিত্রে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে সলমনকে। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //