রণবীর-আলিয়া সেরা

বরাবরই বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট খবরের শিরোনামে থাকেন। এবার সবাইকে চমকে দিয়ে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেন এ তারকা দম্পতি। 

এরইমধ্যে মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩’। এবারের আসরে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া এবং অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর। স্বামী রণবীরের পক্ষ থেকে আলিয়া নিজেই এই পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানে। 

 আলিয়া ভাট ও রেখা। ছবি: সংগৃহীত

এছাড়াও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। একই সঙ্গে প্রবীণ অভিনেত্রী রেখাকে ‘চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের’ জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

এদিন লাল গালিচায় রূপের ঝলক উপচে পড়ছিল বলিউড তারকাদের। অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, দুলকার সালমান, শ্রিয়া শরণ, ঋষভ শেঠি থেকে ইন্ডাস্ট্রির একগুচ্ছ নামী দামী তারকা হাজির ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তবে রেড কার্পেটে নজর কেড়েছেন আলিয়া ভাট এবং প্রবীণ অভিনেত্রী রেখা।

অনুষ্ঠানে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠি তার কন্নড় সিনেমা ‘কানতারা’র জন্য ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’র পুরস্কারে ভূষিত হয়েছেন। বরুণ ধাওয়ান তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের নির্বাচনে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে, রূপালী গাঙুলি অভিনীত অনুপমা জিতেছে ‘টেলিভিশন সিরিজ অব দ্য ইয়ার’ পুরস্কার।

এক নজরে পুরস্কার জয়ীদের তালিকা:
সেরা চলচ্চিত্র: কাশ্মীর ফাইলস
সেরা পরিচালক: আর বাল্কি (চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র: পার্ট ১)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
মোস্ট প্রমিসিং অ্যাক্টর: ঋষভ শেঠী (কানতারা)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: মনীশ পাল (যুগ যুগ জিয়ো)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: রেখা
 সেরা ওয়েব সিরিজ: রুদ্র- দ্য এজ অব ডার্কনেস
সমালোচকদের মতে সেরা অভিনেতা: বরুণ ধাওয়ান (ভেড়িয়া)
বছরের সেরা চলচ্চিত্র: ট্রিপল আর
বছরের সেরা টেলিভিশন সিরিজ: অনুপমা
বছরের সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা: অনুপম খের (কাশ্মীর ফাইলস)
টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা: জাইন ইমাম (ফানা- ইশক মে মারজাওয়া)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: তেজস্বী প্রকাশ (নাগিন)
সেরা পুরুষ গায়ক: সচিত ট্যান্ডন (মাইয়া মাইনু)
সেরা মহিলা গায়িকা: নীতি মোহন (মেরি জান)
সেরা চিত্রগ্রাহক: পিএস বিনোদ (বিক্রম ভেদা)
সংগীত শিল্পে অসামান্য অবদান: হরিহরন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //