সোনাক্ষীর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আর্থিক প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় ফাঁসলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দিল্লিতে এক অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি ও আগাম মোটা টাকা অগ্রিম নেওয়ার পরও সেই অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগ উঠেছে দাবাং গার্লের ওপর।

অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের হয়েছে। যার জেরে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় তার নামে। 


সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ, দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য ৩৭ লাখ রুপি নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। ওই অর্থ ফেরানোর জন্য বারবার আর্জি জানিয়েও লাভ হয়নি। 

এই মর্মেই প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা। 


তার দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল সোনাক্ষীর। সেজন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি তিনি।

অভিযোগে প্রমোদ আরও জানিয়েছেন, টাকা ফেরত চেয়ে একাধিক বার যোগাযোগ করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।


প্রতারণার মামলা দায়েরের পরে ইতোমধ্যে একবার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়ে আসেন অভিনেত্রী। কিন্তু তার পর থেকে তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তাকে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এর পরেই সোনাক্ষীর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।


যদিও সোনাক্ষী সিনহার টিমের পক্ষ থেকে ২০১৯ সালেই এই প্রতারার অভিযোগ খারিজ করে দেওয়া হয় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //