কঙ্গনাকে গ্রেফতারের হুঁশিয়ারি

গত বছরের নভেম্বরে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সুনামধন্য গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেই মামলায় এখন পর্যন্ত একবারও শুনানির সময় আদালতে হাজিরা দেননি কঙ্গনা।

মঙ্গলবার (২৭ জুলাই) ছিল এই মামলার শুনানির দি‌ন। কিন্তু এদিনও তার ব্যতিক্রম হয়নি।

এই পরিস্থিতিতে অভিনেত্রীকে কড়া নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত।

সেই নির্দেশে বলা হয়েছে, তিনি যাতে কোনোরকম অজুহাত না দেখিয়ে আগামী শুনানিতে অবশ্যই উপস্থিত থাকেন।

যদি উপস্থিত না হয়, তবে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করারও হুঁশিয়ারি দিয়েছে আদালত।

জাভেদ আখতারের অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কঙ্গনা তার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন।

তিনি জানান, গতবছর ১৯ জুলাই টেলিভিশনে কঙ্গনার একটি সাক্ষাৎকার দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই, পারিপার্শ্বিক পরিস্থিতি না জেনেই আপত্তিকর মন্তব্য ও আক্রমণ শুরু করেন।

জাভেদ আখতারের দাবি, কঙ্গনার এই ধরনের বক্তব্যের ফলে নানা হুমকি বার্তা ও টেলিফোন পেয়েছেন তিনি।

আর এইসব অভিযোগের ভিত্তিতে বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //