এখনো অনেক কিছুই শেখা বাকি রানির

কেরিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন রানি মুখার্জি। তবে তিনি মনে করেন, এখনো অনেক পথ চলা বাকি তার। শেখা বাকি অনেক কিছুই।

‘রাজা কী আয়েগি বারাত’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রানি। মেয়ে আদিরার জন্মের পরে বিরতি নিয়েছিলেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে কামব্যাক করেন ২০১৮ সালে। 

রানি জানিয়েছেন, এখনো নতুন ধরনের কাজ করার প্রেরণা তিনি ভক্তদের কাছ থেকেই পান। 


তিনি বলেন, এতগুলো বছরে আমার পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো যে, শেখা থামালে চলবে না। বিবাহিত ও এক সন্তানের মা হয়ে যাওয়া নায়িকাকে আমাদের সমাজে এখনো সহজে মেনে নেয়া হয় না। কিন্তু এত বছর পরেও যে আমি ছবি করতে পারছি, তার জন্য দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। আর এমন ছবিই করছি, যেগুলো প্রাসঙ্গিক।

‘মর্দানি’ সিরিজের সাফল্যের পরে যশ রাজ ফিল্মসের ব্যানারে রানির পরবর্তী ছবি ‘বান্টি অওর বাবলি টু’। যশ রাজের বাইরে আর একটি ছবি সদ্য সই করেছেন নায়িকা- ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’। 

যশ রাজের কমফর্ট জোন ছেড়ে রানি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন, তার অন্যতম কারণ- পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন পরিচালক, টেকনিশিয়ান ও কলাকুশলীর সাথে কাজ করতে আগ্রহী ছিলেন নায়িকা।


তার মত, নিজেকে যত মেলে ধরবো, ততই আরো শিখতে পারবো। আর কেরিয়ারের এই পর্যায়ে এসে সেটাই সবচেয়ে জরুরি। -আনন্দবাজার পত্রিকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //