ধর্মা প্রোডাকশনসকে এয়ারফোর্সের চিঠি

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি পাঠাল ইন্ডিয়ান এয়ারফোর্স। অভিযোগ, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিগুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’- ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে।

জানা গেছে,  চিঠি দেয়া হয়েছে নেটফ্লিক্স ধর্মা প্রোডাকশনসকেও।

চিঠিতে বলা হয়েছে, ধর্মা প্রোডাকশনস আইএফসিকে বলেছিলো সিনেমাটিতে এয়ারফোর্সের সত্যতা তুলে ধরা হয়েছিলো। কিন্তু গুঞ্জন সাক্সেনার চরিত্রকে গ্লোরিফাই করতে গিয়ে এমন কিছু পরিস্থিতি দেখানো হয়েছে, যেখানে আইএএফের কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্যকে তুলে ধরা হয়েছে। যা সত্য নয় বলে দাবি আইএএফের।

ছবির নির্দিষ্ট কিছু দৃশ্য সংলাপও চিহ্নিত করেছে আইএএফ। চিঠিতে আরো বলা হয়েছে, ছবির আপত্তিকর অংশ নিয়ে আগেই প্রোডাকশন হাউসকে জানানো হলেও,  সে অংশ বাদ দেয়া হয়নি।

তবে, এ বিষয়ে এখনও ছবির প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //