ইরফান খানকে নিয়ে পাওলো কোয়েলহোর শোক

বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুতে ভারতজুড়ে শোক বিরাজ করছে। তার প্রয়াণে শোক জানিয়েছেন বলিউড, হলিউড, টালিউডের অনেকেই। কয়েক লাইনের মাধ্যমে ইরফানকে স্মরণ করলেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো। 

অ্যালকেমিস্টের লেখক বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরফানের ছবি দিয়ে টুইট করেন, আকাশের একঝাঁক নক্ষত্রের সঙ্গে মিশে গেল আরো একটা নক্ষত্র। ধন্যবাদ ইরফান খান, এই সবকিছুর জন্য।

তার টুইটের শেষ লাইনে ভাগবত গীতা থেকে একটি উদ্ধৃতি করেন। ‘যখন জন্মেছে তখন মৃত্যুও ততোটাই নিশ্চিত, মৃত্যুর জন্যই কোনো কিছুর জন্ম। তাই অনিবার্য কিছুর জন্য দুঃখ করো না।’

এভাবেই তার মকবুলকে স্মরণ করলেন লেখক। পাওলোর লেখায় একাধিকবার উঠে এসেছে জীবন, ভালোবাসা, ভাগ্য, শেষ গন্তব্যের মতো একাধিক বিষয়।

টুইটারে অনেকেই তাকে প্রশ্ন করেন, তিনি কি গীতা পড়েছেন? উত্তরে তিনি জানান গীতার যে কয়েকটি লাইন তিনি উল্লেখ করেছেন সেখান থেকেই তিনি একটি গান লিখেছিলেন। গানটি ইংরেজিতে নয়, তবে তার ইংরেজি সাবটাইটেল রয়েছে।

৫৩ বছর বয়সে গত ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কলোন ইনফেকশনে মারা যান ইরফান খান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //