এবার না ফেরার দেশে ঋষি কাপুর

চলে গেলেন বলিউডের আরো এক দাপুটে অভিনেতা  ঋষি কাপুর। তার বয়স হয়েছিল ৬৭ বছর। 

বলিউড বাদশাহ অমিতাভ বচ্চন টুইটে ঋষির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে তিনি মারা যান।

গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় ঋষি কাপুরকে। নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্‍‌সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।

ক্যান্সারে আরেক খ্যাতিমান অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিন পর ঋষি কাপুরেরও মৃত্যু হলো। তার মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

১৯৭৩ সালে কিশোর প্রেমের গল্প নিয়ে তৈরি 'ববি' সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আগমন হয় তার।দুই দশকের বেশি সময় ধরে বহু সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। পরে বহু সিনেমায় সফলভাবে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি।

তার ছেলে রণবীর কাপুরও গত এক দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন।

ঋষি কাপুরকে শেষ দেখা গিয়েছে ইমরান হাসমির বডি ছবিতে, ডিসেম্বরে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর তাকে দেখা যাবে দ্য ইনটার্ন-এর হিন্দি রিমেকে দীপিকা পাড়ুকোনের সাথে। নিউইয়র্ক থেকে ফেরার পর শর্মাজি নমকিন নামে একটি ছবিতে জুহি চাওলার সাথে শ্যুটিং শুরু করেন। কিন্তু তার অসুস্থতার কারণে শ্যুটিং বাতিল করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : ঋষি কাপুর

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //