মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব এলাকায়

আগামীকাল মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এদিন ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেখানে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা মঙ্গলবার বন্ধ থাকবে। এ ছাড়া সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও বন্ধ থাকবে।

পৃথক একটি প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেসব উপজেলায় অবস্থিত ফাইন্যান্স কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের সব ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ মঙ্গলবার বন্ধ থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //