পিডিবিএলের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শুক্রবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম।

সভায় অন্যান্যদের মধ্যে পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ এবং ২০টি ব্যাংকের সংগঠন পিডিবিএলের সদস্য ব্যাংকসমূহের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরসহ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় পরিচালনা পর্ষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং রূপালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় বিদায়ী চেয়ারম্যান সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সকিউটিভ অফিসার মো. আফজাল করিম নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //