ওয়াসার বিল সংগ্রহে প্রথম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৪০টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০২২-২৩ অর্থ-বছরে ১ম স্থান অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি।

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে এটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরপর ৫ম বারের মতো ১ম স্থান অর্জন।

এ উপলক্ষে আজ রবিবার (১০ মার্চ) প্যান প্যাসিফিক  সোনারগাঁওয়ে আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন এ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মোস্তফা খায়েরের কাছে পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মাদ ইব্রাহিম, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। উল্লেখ্য যে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যেকোন শাখা-উপশাখায় ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবি ক্লাউড’- এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেওয়া যায়।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //