পদ্মা ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা আশরাফুল আলম সেলিম গ্রেপ্তার

খেলাপি ঋণ আদায়ে কঠিন থেকে কঠোর এখন পদ্মা ব্যাংক পিএলসি। শক্তহাতে নিচ্ছে কঠিন আইনি পদক্ষেপ। যার ফলে সম্প্রতি ব্যাংকটির শেরপুর জেলার বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো: আশরাফুল আলম ওরফে সেলিম গ্রেপ্তার হয়েছেন।

বর্তমানে তার কাছে সুদেমূলে মোট পাওনা ২৬ কোটি ৩৭ লাখ (প্রায়) টাকা। পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মোকদ্দমা নং ২৩৬/১৭ (দায়রা ৪২৮/১৮) দায়ের করে পদ্মা ব্যাংক পিএলসি। ওই মামলায় গত ১২ জুন ২০২২ তারিখে বিজ্ঞ আদালত এনআই অ্যাক্টের আওতায় সাজা প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। 

এর পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি পদ্মা ব্যাংক রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগীতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পুলিশ মেসার্স তিয়াশা মিনি অটো রাইস মিলের স্বাত্বাধিকারী মো আশরাফুল আলম ওরফে সেলিমকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //