ব্যাংক থেকে অফশোর ইউনিটে তহবিল স্থানান্তর বন্ধ

মূল ব্যাংক থেকে আর অফশোর ব্যাংকিং ইউনিটে নতুন করে তহবিল দিতে পারবে না ব্যাংকগুলো। আগে দেওয়া তহবিল আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে সমন্বয় করতে হবে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

অফশোর ব্যাংকিং হলো- দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল সংগ্রহ করে রফতানিমুখী প্রতিষ্ঠানের মাঝে ঋণ বিতরণের জন্য গঠিত আলাদা ইউনিট। ১৯৮৫ সালে অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন দেওয়া হলেও নীতিমালা জারি হয় ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি। নতুন নীতিমালায় বলা হয়, বিদেশ থেকে তহবিল সংগ্রহ করেই এ ইউনিট পরিচালিত হবে। তবে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২০ শতাংশ অফশোর ব্যাংকিংয়ে দিতে পারবে। পরবর্তীতে করোনাসহ বিভিন্ন কারণে ৩০ শতাংশ তহবিল দেওয়ার সুযোগ দেওয়া হয়।

মঙ্গলবারের সার্কুলারে বলা হয়েছে, ডমেস্টিক ব্যাংকিং হতে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সীমা ব্যাংকের মোট রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিআরপিডি সার্কুলার লেটারের মাধ্যমে যা ৩০ পুনঃনির্ধারণ করা হয়। তবে কিছু ব্যাংকের ডমেস্টিক ব্যাংকিং হতে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল নির্ধারিত সীমার বেশি থাকায় ৩০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বৈদেশকি মুদ্রা ব্যবস্থাপনায় অধিকতর গতিশীলতা আনা এবং ব্যাংকের অফশোর ব্যাংকিংকে ডমেস্টিক ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ব্যাংকের তহবিল স্থানান্তর রহিত করা হলো। ইতিপূর্বে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল পর্যায়ক্রমে কমানোর মাধ্যমে চলতি বছরের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে সমন্বয়ের নির্দেশ দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //