যমুনা ব্যাংকের ব্যামেলকো সম্মেলন অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসির মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ, প্রধান কার্যালয় কর্তৃক “Effective Compliance of Money Laundering & Terrorist Financing Risk” শীর্ষক ব্যামেলকো কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে যমুনা ব্যাংক পিএলসির সকল শাখার ব্যামেলকোগণ অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ বিশ্বাস, হেড অব বিএফআইইউ। সভায় আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আব্দুস সালাম এবং ডিএমডি ও কেমেলকো এ. কে. এম আতিকুর রহমান।

সম্মেলনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক বিভিন্ন সেশন পরিচালনা করেন বিএফআইইউর বিশেষজ্ঞ ট্রেইনার অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, যুগ্ম পরিচালক মোহাম্মদ ওমর শরীফ এবং যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী এবং যমুনা ব্যাংকের ডেপুটি কেমেলকো সাজিয়া আফরীন আতিক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //