ব্যাংকে ডলারের বিপরীতে বাড়ছে সোনার চাহিদা

বছরের পর বছর ধরে মার্কিন ডলারই ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের ভিত্তি। তবে সম্প্রতি সোনা কেনার ক্ষেত্রে সেই ব্যাংকগুলোই শীর্ষে রয়েছে, যারা বৈশ্বিক লেনদেনে ডলারের আধিপত্য খর্ব করতে আগ্রহী। এর ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে দিন দিন বাড়ছে সোনা কেনার প্রবণতা। 

গত বছর ব্যাংকগুলো সোনা কেনার ক্ষেত্রে রেকর্ড গড়েছে। ব্যাংকগুলোর সোনা কেনার এ প্রবণতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে ধারণা করছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান ইউবিএস। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো ১ হাজার ৭৮  টন সোনা কিনেছে। এর আগে ২০২১ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো ৪৫০ মেট্রিক টন সোনা কিনেছিল। 

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ৭০০ টন সোনা কিনেছে। পরিমাণটি ২০২২ সালের তুলনায় কম। তবে তা ২০১০ সালের পর থেকে গড়ে ৫০০ মেট্রিক টনের চেয়ে বেশি। 

ইউবিএস বলেছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বন্ধের সিদ্ধান্ত নেওয়া, ভূ-রাজনৈতিক ঝুঁকি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার এ প্রবণতা অব্যাহত থাকবে। 

ইউবিএস ধারণা করছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার ঊর্ধ্ব চাহিদার কারণে এ বছরের শেষের দিকে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১০০ ডলার এবং ২০২৪ সালের মার্চের মধ্যে ২ হাজার ২০০ ডলারে গিয়ে ঠেকবে। গত সপ্তাহে সোনার দাম ২ হাজার ডলারের নিচে নেমে গেলেও এ বছরে এখন পর্যন্ত সোনার দাম ৪ শতাংশ বেড়েছে। 

ইউবিএস তাদের প্রতিবেদনে বলেছে, সোনা রিজার্ভের প্রবণতা দিন দিন বাড়ছে। অন্যদিকে ডলারের চাহিদা কমছে। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে ডলার আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ডলারের বিপরীতে সোনার চাহিদা বাড়ার আরেকটি কারণ হচ্ছে, যুক্তরাষ্ট্রের মন্দা ঝুঁকি। বিশ্লেষকেরা বলছেন, কঠোর ক্রেডিট শর্তের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও করপোরেট আয় আরও কমবে। 

এ ছাড়া ঋণের সর্বোচ্চ সীমা নিয়ে বর্তমানে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যা সোনা রিজার্ভের প্রবণতাকে উৎসাহিত করছে। তবে বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, ঋণের সর্বোচ্চ সীমা বাড়ালেও যুক্তরাষ্ট্রের দেউলিয়া হওয়ার আশঙ্কা নেই। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //