শেখ রাসেলের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে স্ট্যান্ডার্ড ব্যাংক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মুসলিম এতিমখানা, ছোটমনি শিশু নিবাস এতিমখানা এবং ডে কেয়ার অ্যান্ড বেবি মেসে বসবাসকারী শিশুদের জন্য এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম।

মধ্যাহ্নভোজ শুরুর আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আগামী দিনে রাষ্ট্রকে নেতৃত্ব দানে সব শিশুর হৃদয়ে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয় যেন উজ্জীবিত থাকে, সেই দোয়া করা হয়।

এ সময় অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের বিসি অ্যান্ড সিএ ডিভিশনের প্রধান সোহেল এ রাহমানী, জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ এবং এতিমখানা তিনটির শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //