স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন লতিফ হাসান

স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে যোগ দিয়েছেন এম লতিফ হাসান। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তিন যোগদান করেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

পূর্বে তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশ এবং প্রাইম ব্যাংকেও কর্মরত ছিলেন। হাসান তার সুদীর্ঘ প্রায় ২৭ বছরের কর্মময় জীবনে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অব বিজনেস, হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও তিনি BASEL II  ও বাস্তবায়ন কোর কমিটি এবং এনবিআরের অধীনে ট্যাক্স রিফর্ম কমিটির সদস্য ছিলেন। 

যুক্তরাষ্ট্রের ওমেগা পারফরমেন্স থেকে সিএসএ (ক্রেডিট স্কিল অ্যাসেসমেন্ট) সার্টিফাইড জনাব হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ সম্পন্ন করেন এবং তিনি দেশে ও বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।-বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //