ঈদের দিন যেসব কর্মসূচি পালন করবে বিএনপি

আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদের দিন সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং ফুল দেবেন।

এরপর রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসা ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন।

এদিকে, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোকে বিএনপি নেতা তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার পাঠানো হয়েছে। একই সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি।

তারেক রহমানের পক্ষে পাঁচটি টিম এসব ঈদ উপহার সামগ্রী নেতাদের বাসায় পৌঁছে দেন।

বিশেষ এই ঈদ উপহারে বগুড়ার সুস্বাদু লাচ্ছা সেমাই, বগুড়ার বিখ্যাত ননী ঘি, বগুড়ার বিখ্যাত ‘হাগড়ি আলু’ (ভর্তা), বগুড়ার স্বনামধন্য ‘অনুপম’ কলা এবং বগুড়ার বিখ্যাত লাল মরিচ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //